উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
স্বাস্থ্য বিধি মেনে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ৫ নং গোপালপুর ইউনিয়ন ও ৩ নং মঘিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।৩১ মে সোমবার সকাল ১১ টায় ২০২১-২০২২ অর্থ বছরকে কেন্দ্র করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।গোপালপুর ও মঘিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বরাবরের মতো সংলাপ অনুষ্ঠানে সহায়তা করেন কচুয়া এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানামুখি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আলোচনা করেন।এদিন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক উল্লেখ করেন এবার রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার ৯ শত ৬৫ টাকা।তবে একি সাথে এর পুরোটাই নতুন অর্থ বছরে ব্যায় করার লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।তবে এ অর্থ বছরে গোপালপুর ইউনিয়নে সর্বমোট বাজেট থেকে শুধু মাত্র শিশুদের জন্য ৬ টি খাতে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।এসকল প্রকল্পের আয়োতায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার ও প্রচারণা কর্মশালার আয়োজনে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার টাকা,শিশুদের নিরাপদ যাতায়াতের লক্ষে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ টাকা,শিশুদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ বাবদ সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার টাকা,শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার টাকা,মাদক সম্পর্কে সচেতন মূলক কার্যক্রমে সম্ভব্য বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার টাকা,বিভিন্ন দিবস ও প্রতিযোগিতার আয়োজন বাবদ সম্ভব্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার টাকা।এছাড়াও মঘিয়া ইউনিয়নে এধরণের আলাদা বাজেট বিষয়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় আলাদা -আলাদা ভাবে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সংলাপে উপস্থিত ছিলেন মঘিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃপংকজ কান্তি অধিকারী,কচুয়া এপির প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,বিপ্লব মন্ডল, ঈশিতা বৈরাগী,পলাশ রঞ্জন সরকার,ক্রিস্টিয়ানা রাখি সহ পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩৪ views