এবার মডার্নার টিকা অনুমোদন দিলো যুক্তরাজ্য। এর আগে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছিলো দেশটি।
এরই মধ্যে মডার্নার টিকার ৭০ লাখ ডোজ অর্ডার দিয়েছে দেশটি। এছাড়া আরো এক কোটি টিকা অর্ডার দেয়ার কথা ভাবছে দেশটির সরকার। তবে মার্চের আগে টিকা পাওয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মডার্নার টিকা করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত দেশটিতে এ পর্যন্ত ৭৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার বেশি সংক্রামক একটি ধরন শনাক্ত হওয়ার পর বৃটেনের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিলো ৪০টিরও বেশি দেশ। এছাড়া দেশটিতে গত বুধবার থেকে আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]