রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা
ওমর ফারুক চাঁদপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত ৩০ জুলাই সকাল ১০ ঘটিকায় মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়।মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আল্লামা মাহফুজ ঊল্যাহ ইউসুফী, সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র, শিক্ষা সম্পাদক আবুল কালাম আজাদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আলাউদ্দিন, গীতা পাঠ করেন রিপন চন্দ্র দাস, ত্রিপিটক পাঠ করেন সুখময় মল্লিক। করোনায় যে সকল শিক্ষক, পরিচালক, শিক্ষার্থী ও অভিভাবকরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য স্ব স্ব ধর্ম অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মো: আব্দুর রব, মো: মোহাম্মাদ আলী মুকুল, মো: শাহজাহান সাগর, শাহেদুল আরেফিন শ্যামল, জিএম ছানাউল্যাহ, মো: নাছির উদ্দিন, ডালিম সারোয়ার প্রমুখ। দুপুরের আপ্যায়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেষে আগামী দিনগুলোতে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে ঢেলে সাজাতে এবং মানসম্মত শিক্ষাদানে প্রস্তত করার আহবান জানান নেতৃবৃন্দ। সরকারের প্রতি সহায়ক নীতিমালার আলোকে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সমন্বয় করার আহবান জানান তারা। দেশের কল্যাণে এ সকল প্রতিষ্ঠানের অবদানের সরকারি স্বীকৃতি দাবি করেন আলোচকবৃন্দ। ঐক্যবদ্ধ চাঁদপুর জেলাকে আগামী দিনে একটি মডেল হিসেবে সারা দেশে তুলে ধরার প্রত্যায় ব্যাক্ত করেন তারা। কেন্দ্রিয় ভাবে আহুত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের আহবান জানান জেলা নেতৃবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.