রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ১৮ রমজান ১৪৪৬
মধুখালীতে জিয়ার ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত
হৃদয় শীল মধুখালী, ফরিদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
আজ ৩০ মে, বিকাল ৪ ঘটিকার সময় মধুখালী রেলগেটে যুবদলের অবস্থিত কার্যালয়ে , উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম এনামুলের পরিচালনায়, সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের অন্যতম সদস্য মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন ইকবাল, বিএনপি নেতা নুরুন্নবী, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শাহিন মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হেসেন, সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম লিটন, সরকারি আইনউদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক রেজওয়ান হাসান রোমান সহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ পরিচালনায় কর্মকাণ্ড ও অবদান তুলে ধরেন। অনিষ্ঠানের সভাপতি আব্দুল আলিম মানিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলের প্রতিটা নেতা-কর্মীদেরকে রাজনীতি করার আহ্বান জানান। আলোচনা শেষে মওলানা সাইফুদ্দীনের পরিচালনায় দোয়া মাহফিল করা হয় ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.