হৃদয় শীল (মধুখালী) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে মধুখালী উপজেলার কামারখালীর ডুমাইন ইউনিয়নের নিশ্চিতপুরের গড়াই নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের ২ শিশু নিখোঁজ হয়েছে। একজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে আরো ১ জন।
শিশুটির পিতার নাম মোঃ আনোয়ার হোসেনের বড় মেয়ে এবং তারই খালাতো ভাই দুজনের বয়স ৬ও ৭ বছর আজ সকাল ৯ঃ৩০ টার দিকে নদীতে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নদীতে একজন এর স্যান্ডেল দেখতে পায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার। মধুখালী ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার মোঃ টিটব সিকদার বলেন, আমরা ১০ টা ২৮ মিনিটে সংবাদ পাই দুইটা শিশু নদীতে পড়ে গেছে আলামত সরুপ ২ টা স্যােন্ডল পাই।
ফরিদপুরে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দল এসে একজনকে উদ্ধার করে।