রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
মধুখালীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটসের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মধুখালী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা এবং উৎসাহ উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল রোববার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করো উপজেলা পরিষদ চত্বর প্রত্যাবর্তন করে ।র্যালী পরবর্তী বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। আলোচনায় স্কাউটস এর গুরুত্ব উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল কালাম মোল্যা,কমিশনার সুভাষ চন্দ্র ঘোষ ও পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নাজমুল হোসেন।আলোচনা পরবর্তী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়সমুহে কাব স্কাউটিং সম্প্রসারন প্রকল্পর অর্থায়নে উপজেলার ৮০টি বিদ্যালয়ে উৎসাহ উপকরণ ও ড্রাম বিতরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.