হৃদয় শীল(মধুখালী)ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী মাগুরা হতে যশোর পর্ষন্ত রেলপথ নির্মানের জায়গা পরিদর্শন করেছেন মাননীয় সরকারের রেলপথমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে উপজেলার কামারখালী বাজারে ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদের সভাপতিত্বে এবং কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।
পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমান, বলেন আমি বাজার ও রেলপথ দুটোই সমান্তরাল রেখে কাজ করতে চাইএ সময় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন, মাগুরা -১ আসনের সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান শিখর, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুসহ ফরিদপুর ও মাগুরা জেলা এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]