হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু। গতরাত ২টার দিকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
এর আগে গত রবিবার নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে তিনি ফরিদপুর ডায়বেটিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তারা করোনা টেষ্টে পজিটিভ আসলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। তিনি করোনা ছাড়াও ডায়বেটিক ও কিডনী রোগে আক্রান্ত ছিলেন। গতরাত ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বিপুল ঘোষ সহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]