[caption id="attachment_18428" align="aligncenter" width="180"] ছবি ফেসবুক থেকে পাওয়া[/caption]
আবার নীলগাই দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন শত শত মানুষ।
জানা যায়, গত দু’দিন ধরে দু’টি নীলগাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
মাঝে মধ্যে কৃষকের পাকা ধান নষ্ট করছে। এক নজর দেখার জন্য শত শত মানুষ প্রাণীটির পিছনে দৌড়াচ্ছেন।
মানুষের তাড়া খেয়ে বিশ্রাম নিতে না পেরে হাঁফিয়ে উঠছে বিলুপ্তপ্রায় এ প্রাণী দু’টি। বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম জানান, গত দু’দিন ধরে নীলগাই দু’টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর দেখতে পান এলাকার লোকজন।
বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান জানান, তিনি শুনেছেন দু’টি নীলগাই দু’দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নীলগাই দু’টি পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রফিকুল ইসলাম খান উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করেন শিগগিরই বিলুপ্তপ্রায় প্রাণী দু’টি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়ার।
এ বিষয়ে জানতে চাইলে বাঘেরহাট নচিয়ামামুদপুর গ্রামের অনেকেই বলেন গত ২ দিন যাবত নীলগাই ২ টি প্রথমে চেড়াভাঙ্গা সংলগ্ন পাহাড়ের টিলার উপর কয়েকজন ছোট বাচ্চা দেখতে পেয়ে বাড়িতে তাদের অভিভাবকদের খবর দেন। তারা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পরে শত শত মানুষ নীল গাই ২টিকে দেখার জন্য ভিড় করলে গরু ২টি ভয় পেয়ে দিক বেদিক ছুটাছুটি করতে থাকে এবং মানুষের চোখের আড়ালে চলে যায়।পরে বিভিন্ন গ্রাম থেকে সংবাদ আসে গরু গুলো তারা বিভিন্ন স্থানে দেখতে পেয়েছেন।
সবশেষ ফেসবুক পোস্টের মাধ্যমে মধুপুরের দক্ষিণ লাউফুলায় একটি নীল গাই আটকের দাবি করা হয়়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]