রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
মনিপুরিদের ঐতিহ্য জাদুঘরের দেড়যুগ পুর্তিতে মনিপুরি সাংস্কৃতিক উৎসব পালিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরিদের ঐতিহ্য সমৃদ্ধ জিনিসপত্র নিয়ে গঠিত জাদুঘরের দেড়যুগ পুর্তিতে মনিপুরি সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। এতে মণিপুরীদের সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গতকাল ১৭ই (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাওয়ে ‘চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচ্যুয়াল প্রপারটি মিউজিয়াম’-এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান৷ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘চাউবা মেমোরিয়াল মনিপুরি ইন্টেলেকচ্যুয়াল প্রপারটি মিউজিয়াম’-এর সহ উদ্যোক্তা সনাতন হামুম।
এদিকে জানা যায় মনিপুরি জাতিসত্ত্বাকে ধরে রাখতে হামোম তনুবাবু নিজ বাড়ির চারটি কক্ষে গড়ে তুলেন এই জাদুঘর। এই জাদুঘরের মাধ্যমে তিনি তাদের সাংস্কৃতিক উপাদান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান৷ এ সময়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বক্তব্যে বলেন মনিপুরিদের আদি সংস্কৃতি রক্ষার পাশাপাশি গবেষণার কাজে এই মিউজিয়াম গুরুত্ব বহন করছে। ব্যক্তিগত পর্যায়ে অনন্য এই মনিপুরি সংগ্রহশালাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভবন নির্মাণের সহায়তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সেলের কাছে যথাযথ মাধ্যমে আবেদন করা হবে বলে জেলা প্রশাসক মৌলভীবাজার আশ্বাস প্রদান করেন।পরে ঘণ্টাব্যাপী নিজস্ব নাচ-গান পরিবেশন করেন মনিপুরি তরুণ-তরুণীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.