রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
এম নুরুননবী চৌধুরী সেলিম কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে অসহায়-দুস্থ ও লকডাউনে কর্মহীন হয়ে পড়াদের মাঝে খাদ্যে সহায়তা বিতরণ করেছে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।বৃহস্পতিবার (০৮ জুলাই) উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ৪২৫ জন কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, লবন, ২টি করে সাবান বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, হাসনাবাদের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং লকডাউনে কর্মহীন ব্যাক্তির তালিকা তৈরী করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশ সরকার এখন খাদ্যে সয়ং সম্পূর্ণ। শেখ হাসিনার সরকার গরীবের সরকার। দেশের একটি ব্যাক্তিও না খেয়ে থাকবেনা। এসময় করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি।ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, সচিব, ইউআইসি উদ্যোক্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.