মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার ও ফাইনালে দুই গোল করে সেরা খেলোয়াড় হওয়া কৃষ্ণা রানী সরকার নিজ উপজেলা টাঙ্গাইলের গোপালপুরে পাচ্ছেন একের পর এক সংবর্ধনা।
মঙ্গলবার (৪ই অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে গোপালপুর পৌর শহরের সবচেয়ে বড় শ্রী আনন্দময়ী দেবমন্দির পূজামণ্ডপে গিয়েছিলেন কৃষ্ণা, তার সাথে ছিলেন বাবা বাসুদেব চন্দ্র সরকার, মা নমিতা রানী সরকার সহ পুরো পরিবারের সদস্যরা। সেখানেও তাঁকে সংবর্ধনা দিয়েছে মন্দির কমিটি।
শ্রী আনন্দময়ী দেবমন্দিরের সভাপতি বাবু চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু হরিপদ দে মঙ্গল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সুভাষ কুন্ডু প্রমূখ।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত কৃষ্ণা রানী সরকার বলেন: আমি সকলের আশির্বাদ চাই, নিজ উপজেলায় সবাই আমাকে যেভাবে সংবর্ধনা দিচ্ছে এতে সকলের নিকট আমি কৃতজ্ঞ, সকলের ভালোবাসা আগামী দিনে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
বাড়ির পাশের পূজা মণ্ডপে যাওয়া ও আসার পথে সবাই আমাকে বাড়িতে দেখতে আসছে, এ এক অন্য রকম অনুভূতি।