শেখ তোফাজ্জেল হোসেন, খানজাহান আলী থানা প্রতিনিধি :খুলনা খানজাহান আলী থানা মশিয়ালী ট্রিপল মার্ডার ঘটনায় দ্রুত বিচার ও অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | ৫ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকা মহানগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া, জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত মোঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম রসুল শেখ, মোঃ সাইফুল শেখ এর খুনিদের ১৬৪ ধারা স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার ও দ্রুত বিচারের আওতায় এনে বিচার কার্য সম্প্রাদন করার দাবিতে মশিয়ালি আলিয়া মাদ্রাসার সামনে হইতে এলাকা বাসির উপস্থিতিতে আহবায়ক এস,এম বক্তিয়ার পারভেজ এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
মিছিলটি মশিয়ালী আলিয়া মাদ্রাসার সামনে হইতে শুরু করে আলিয়া মাদ্রাসা সড়ক হয়ে ইস্টার্ন গেট বাজার খুলনা-যশোর মহাসড়কে উঠে তারপর খুলনা - যশোর মহাসড়ক হয়ে আফিল গেট বাস ষ্ট্যান্ডের পূর্ব পাশে মেসার্স জাকির এন্ড ব্রাদার্সের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এ সময় ২০ মিনিট খুলনা-যশোর মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে
এসময় মিছিলে উপস্থিত ছিলেন মশিয়ালি গ্রামবাসীর আহ্বায়ক ও ১নং আটরা গিলাতলা ইউপি সদস্য এসএম বক্তিয়ার পারভেজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানা সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মোল্লা, জাতীয় শ্রমিক ফেডারেশনের খানজাহান আলী থানার সভাপতি মোঃ আমিরুল সরদার, আফিল জুট মিলের সিবিএ সহসাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম গাজী, ইস্টার্ন জুট মিলের সাবেক সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান তবি, প্রমুখ।