মিহির রঞ্জন বিশ্বাস, ফুলতলা প্রতিনিধি ঃ খুলনা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন বন্ধমিল চালু ও বকেয়া পাওনা সহ ৬ দফা দাবিতে শ্রমিক জনসাভা অনুষ্ঠিত । খুলনা শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন বন্ধকৃত মহসেন জুট মিলস সহ সকল জুট মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত শ্রমিক জনসভায় ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন সভাপতিত্ব, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর আলম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , বাবুল আক্তার, ওবায়দুর রহমান, , বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , ডাঃ ফরিদ হোসেন, আমির মুন্সি, প্রমুখ । সভায় নেতৃবৃন্দরা শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষেপূর্ব নির্ধরিত কর্মসূচী হিসাবে রবিবার ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্বারকলিপি প্রদান ও অবস্থান কর্মসুচি একইদিন বিকাল ৩ টায় শ্রম কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনে জন্য সকল কে এক যোগে দলে দলে অংশ গ্রহনের জন্য আহবান জানান । এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি আটরা শিল্প এলাকার আফিলগেটে শ্রমিক জনসভা, এবং ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত রাজপথ - রেলপথ অবরোধ করা হবে । এসময়ের মধ্যে যদি শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি পরিশোধ না করা হয় তাহলে পরবর্তিতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠিন কর্মসুচি দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]