সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুর থেকে র্যাব অস্ত্র ও গোলাবারুদসহ আইনুর ইলসাম (২৫) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের ছাতুনতলী হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত সাড়ে ১২টায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শপিং ব্যাগ বহনকারী যুবক আইনুর ইসলামকে সন্দেহমুলক আটক করা হয়। ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনুর স্বীকার করে যে, জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেঁচা করে আসছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, আটক আইনুরকে মহাদেবপুর থানায় সোপর্দ করে র্যাবের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]