সোহেল রানা, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভার মধ্য দিয়ে রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এমপি পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন ও মুনাজাতে অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন রিদয় প্রমুখ তার সঙ্গে ছিলেন। এছাড়া একটি বর্ণাঢ়্য র্যালি উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় কৃষি কর্মকর্তা সভাপতিত্ব করেন। একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ শাপলায় শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]