সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আগামী রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের মারধর, হুমকি-ধামকি, কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৮টায় উপজেলার সফাপুর ইউনিয়নে মোস্তাকিন হোসেন (৩৫) নামে নৌকার এক কর্মীকে বেদম মারপিট করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের তাঁতারপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মাথা কেটে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সামসুল আলম বাচ্চুকে দায়ি করা হয়েছে।নৌকার প্রার্থী অধ্যক্ষ মাঈনুল ইসলাম বলেন, চেয়ারম্যান বাচ্চু মোস্তাকিনের বাড়ির পাশের ভোটারদের রাতের আঁধারে টাকা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার ছেলে বাঁশ দিয়ে মোস্তাকিনের উপর হামলা চালায়। চেয়ারম্যান বাচ্চু বলেন, তিনি সেখানে গণসংযোগ করার সময় মোস্তাকিন তাকে চর থাপ্পর মারেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা মোস্তাকিনকে গণধোলাই দেয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চাঁন্দাশ ইউনিয়নে শাহীনুর বেগম (২৪) নামে এক গৃহবধূকে মারধর করা হয়েছে। তিনি রামরায়পুর দক্ষিণপাড়া গ্রামের মোজাহার হোসেনের স্ত্রী। তিনি জানান, বর্তমান চেয়ারম্যান ও পাতা মার্কার প্রার্থী মাহমুদান নবী রিপনের পক্ষে ভোট চাওয়ায় ওই গ্রামের নৌকার কর্মী আমিনুর ও তার লোকেরা তাকে মারপিট করে। অভিযুক্তরা জানান, শাহীনুর বেগম আগে নৌকার ভোট চেয়েছেন। এখন আবার পাতার ভোট চাচ্ছেন। প্রার্থী মাহমুদান নবী রিপন জানান, তার ওই কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। তবে এব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।মহাদেবপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘোড়া মার্কার স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আবদুল মান্নান চৌধুরী দুলাল জানান, বিভিন্ন স্থানে তার ভোটারদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। তার নির্বাচনী পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। একই অভিযোগ করেছেন রাইগাঁ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র (নৌকার বিদ্রোহী) প্রার্থী মঞ্জুর আলম মঞ্জু। উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান,কয়েকটি ইউনিয়ন থেকে এধরনের অভিযোগ পাওয়া গেছে। সেগুলোর ব্যবস্থা নেয়ার জন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছেন।এছাড়া বুধবার দিবাগত রাতে উপজেলা সদরের হাইস্কুল মোড়, ঘোষপাড়া, চকগোবিন্দসহ কয়েকটি স্থানে নৌকার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। মহাদেবপুর থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]