উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভেড়াগুলো বিতরণ করা হয়। এই উপজেলায় মোট ৭০ জন পুনর্বাসনযোগ্য ভিক্ষুক রয়েছে। এদের মধ্যে এর আগে আরও চারজনকে পুনর্বাসিত করা হয়।