সোহেল রানা, নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে ভোট পুণগণনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের জিওলি মালাহার ফুটবল মাঠে আয়োজিত মানববন্ধনে এক হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে পরাজিত মেম্বারপ্রার্থী গিয়াস উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বারপ্রার্থী বালিমা আক্তার ও ফিরোজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।তারা অভিযোগ করেন যে, ভোটগ্রহণ শেষে ওই কেন্দ্রে ভোট গণনা করে নৌকার প্রার্থী মাত্র ১৭১ ভোট পেলেও সেখানে ঘোষণা করা হয় ১১৭১ ভোট। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে গণনা না করে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়। এতে ২নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী আনারুল ইসলামকে মোরগ প্রতীকে ৯০১ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, আর প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮০২ ভোট। গিয়াস উদ্দিন অভিযোগ করেন যে, ভোট গণনা না করেই এই ফলাফল ঘোষণা করা হয়েছে। গণনা করা হলে তিনিই বিজয়ী হবেন। একই অভিযোগ করেছেন অন্য দুই মহিলা মেম্বারপ্রার্থী। এব্যাপারে ভোটের পরদিন রিটার্নিং কর্মকর্মা ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তারা কোন ব্যবস্থা না নেয়ায় এই মানববন্ধনের আয়োজন করেন।জানতে চাইলে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল জানান, ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে গন্ডগোলের খবর পেয়ে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সেখানে যান। এজেন্টদের দাবির প্রেক্ষিতে পূণরায় ভোট গণনা করা হয়। গণনায় ওই কেন্দ্রে আনারসের প্রার্থী বিজয়ী হন। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে কেন গণনা করা হয়নি তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, বিধি অনুযায়ী একমাত্র নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পূণগণনা করতে পারে।