সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে ‘তথ্য নেই তথ্য বাতায়নে’ শিরোনামে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশের পর অবশেষে ‘মহাদেবপুর উপজেলা তথ্য বাতায়ন’ হাল নাগাদের উদ্যোগ নেয়া হয়েছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপজেলার বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রোববার (২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতবছর ১৫ ডিসেম্বর ‘মহাদেবপুর নামেই ডিজিটাল, তথ্য নেই তথ্য বাতায়নে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা ভাইরাল হয়। টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের আওতায় ন্যাশনাল ওয়েব পোর্টালগুলো প্রকাশিত হয়। বিষয়টি সমাধানের উদ্যোগ নেন খোদ প্রকল্প পরিচালক নিজেই। এই উপজেলার পোর্টালটি হালনাগাদের দ্রুত বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ে উপজেলা প্রশাসন ‘উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ আয়োজন করে।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এটুআই প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ ও কোর্স পরিচালনা করেন মহাদেবপুর ইউএনও মিজানুর রহমান মিলন। স্বশরীরে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন এটুআইয়ের ন্যাশনাল পোর্টাল ইয়াং প্রোফেশনাল রিসোর্স পার্সন উপ-সচিব অমিত সুন্দর রায়।জানতে চাইলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, গত দুবছর ধরে ন্যাশনাল টিম দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মহাদেবপুরে এর আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের ফলে মহাদেবপুরে তথ্য বাতায়ন নিয়মিত হাল নাগাদ হবে বলে আশা করেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]