রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মহান বিজয় দিবসে মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ
এ এম ফাহাদ (খাগড়াছড়ি) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী। একটি জাতির জন্য এই বয়স তেমন কিছু নয়; তবে দেশ হিসাবে ৫০ বছর সময় একেবারে কম নয়। চীন, ভিয়েতনাম ৫০ বছরে অনেকদূর এগিয়েছে; বাংলাদেশও পিছিয়ে নেই। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। দীর্ঘ পঞ্চাশ বছরে প্রাপ্তির হিসেবে গড়মিল থাকলেও অর্জন কম হয়নি। আমাদের প্রাপ্তির তালিকা বেশ বড়, সমৃদ্ধ, গৌরবময়। এ সময়ে আর্থ সামাজিক উন্নতি এবং মানুষের যাপিত জীবনে ব্যাপক উন্নতি হয়েছে। শুধু বার্ষিক অর্থ বছরের বাজেট বেড়েছে ৭৬৭ গুণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ পেয়েছি আর তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোর ৬.৩০ মিমিটে মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদ রানা জয়, সাংগঠনিক সম্পাদক এ এম ফাহাদ, দেলোয়ার হোসেন রিপন, হাসানুর রহমান রাজা, রাম্রাচাই চৌধুরী রাজেন, রেজাউল করিম, জয়নাল হাজারী, রকিব উদ্দিন চৌধুরী, নাসির হোসেন সহ বিভিন্ন সদসবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.