রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে চিলমারী প্রেসক্লাবের মাস্ক বিতরণ
ইউনুছ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
সারাবিশ্বে কোভিট -১৯ (করোনা ভাইরাস) মহামারি আকার ধারন করেছে। কোভিট- ১৯ এর দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও প্রকট আকার ধারন করেছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার জনসচেতনার লক্ষে নানাবিধ কার্যক্রম গ্রহন করেছে। সরকারের এই ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রামের চিলমারী প্রেসক্লাব বৃহস্পতিবার সকালে উপজেলা ব্যাপি প্রায় ৫ হাজার মানুষের মাঝে মাস্ক বিনামূল্যে বিতরন করেছে।
সকাল ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সকল সরকারী, বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিদের মাঝে, মুক্তিযোদ্ধা সংসদের উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে, উপজেলা মোড়, এলএসডি মোড়, রনি মোড়, থানাহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে রাস্তায় যানবাহন থামিয়ে সর্বসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়। এসময় চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুজন, সাংবাদিক রাশীদুল ইসলাম বাদল, আলমগীর হোসাইন, কে এম আনোয়ারুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবীর, মোঃ আব্দুল লতিফ মেহেদী, মাহমুদুল হাসান আনছারী, আবু সাঈদ বাবু, এস, এম রাফি, আলামিন খান লিমন, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.