শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, এই মহামারীর সময়ে দুর্গতদের পাশে থাকতে হবে। করোনায় আক্রান্ত কেউ যেন অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবার বাইরে না থাকে। প্রত্যেক নাগরিক যেন তার মৌলিক অধিকার সঠিকভাবে বুঝে পায় সেদিকে দলের সকল স্তরের নেতাকর্মীদের বিশেষ নজর রাখতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রত্যেক নাগরিককে তার মৌলিক অধিকার বুঝে দিতে হবে। প্রত্যেক নাগরিককে চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, অন্ন ও বস্ত্রের নিশ্চয়তা দিতে শেখ হাসিনা কাজ করছে। সেজন্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের নি:স্বার্থ ভাবে কাজ করতে হবে। তাহলেই শেখ হাসিনার কাঙ্খিত রূপকল্প বাস্তবায়ন হবে।গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব খানজাহান আলী থানা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুব লীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খলিফা, এস এম মনিরুজ্জামান মুকুল, সৈয়দ কিসমত আলী, মো. জাকারিয়া রিপন, এস এম কামাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময়ে খানজাহান আলী থানার ৫টি ওয়ার্ডে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়।