উত্তম চাকমা, মহালছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের নেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি অভি দে (৩০) কে।
রবিবার (৯ ফেব্রয়ারী) বিকালে মহালছড়ি থানার একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে উপজেলাস্ত ২৪ মাইলে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে থাকে আটক করা হয়।
আটককৃত অভি দে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দে এর ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সে উপজেলার পাশাপাশি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগেও দীর্ঘদিন ধরে কাজ করেছে। তার বিরুদ্ধে ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রামে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করেছি, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]