মহালছড়িতে যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
উত্তম চাকমা মহালছড়ি উপজেলা প্রতিনিধি
আপডেট :
রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
উত্তম চাকমা,মহালছড়ি উপজেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলাতে মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন সেবা প্রদান করা হয়। আজ ৩০ অক্টোবর (রবিবার ) ২নং মুবাছড়ি ইউনিয়নে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে এই মেডিকেল ক্যাম্পেইন শুরু হয় বিকাল ৩টা পযন্ত সেবা প্রদান করা হয়। মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর অতিরিক্ত ডিআইজি মোঃ আওরঙ্গজেব মাহবুব নিজ উপস্থিত সেবা প্রদান পরিচালনা করেন। উপস্থিত আর মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর সহকারী পুলিশ সুপার মোঃ তাসলিম হুসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কলিন্স চাকমা,ডাঃ নুনু মারমা সেবা প্রদান করেন। দুর্গম পাহাড়ী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা পাশাপাশি মানবিক কাজ করে আসছে এপিবিএন পুলিশ । মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ উদ্যোগ দুঃস্হ ও হতদরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করেন।