উত্তম চাকমা, মহালছড়ি উপজেলা প্রতিনিধিঃখাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা সদর ইউনিয়নের ভুয়াটেক এলাকায় ৭নং ওয়ার্ডে উপজেলা তথ্য সেবা কেন্দ্র তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে মহালছড়ি সদর ইউনিয়নে ভুয়াটেক এলাকায় উঠান বৈঠকটি উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইতি চাকমার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার সহ ৫০ জন গ্রামীণ নারী সেবা গ্রহীতা এবং গনমাধ্যম কর্মী।
তথ্য আপা প্রকল্পটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায় প্রকল্পের (২য় পর্যায়) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করছে। সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় তথ্যকেন্দ্র রয়েছে।
মূলত ৬ টি বিষয়ে কাজ করে এই প্রকল্পটি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, কৃষি , ব্যবসা ও জেন্ডার। উঠান বৈঠকের মাধ্যমে সেবা দেয়া হয়ে থাকে। তাছাড়া উদ্যোক্তা তৈরি ইত্যাদি সেবামুলক কাজে গ্রামীণ নারীদের সহযোগিতা দিয়ে থাকেন সংস্থাটি। তথ্য আপারা গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের দৌড় গোড়ায় গিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের যে কোন সেবা সমূহ প্রত্যন্ত এলাকায় গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে এবং তথ্য কেন্দ্রের মাধ্যমে দিয়ে থাকেন। সারা বাংলাদেশে তথ্য আপারা সততার সাথে নিরলসভাবে পরিশ্রম ও দায়িত্ব পালন করে যাচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]