উত্তম চাকমা, মহালছড়ি( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা মহালছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল( শুক্রবার) বিকাল ৩.০০ টা সময়ের সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয মাঠে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এবং যুব ও মহিলা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখায় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে মংশিলা মারমা সঞ্চালনায়, সাবেক সভাপতি, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উঃ মংচ্ছুপ্রু মারমা সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন উঃ ম্রা সাথোয়াই মারমা, প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি সুধাঅং মারমা,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম-সাধারন সম্পাদক ক্যজরী মারমা এবং উপজেলা বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দসহ মুবাছড়ি মৌজা হেডম্যান ক্যাসিং চৌধুরী, এছাড়াও উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক ও মারমা জনগোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন
যুব ও মহিলা ঐক্য পরিষদে আলোচনা সভায় বক্তারা বলেন, “বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক, আমাদের অঙ্গীকার,, প্রতিবাদ্য সকলে ঐক্যমতের ভিত্তিতে দেশের জন্য কাজ করতে হবে। নতুন কমিটির সকল প্রতিনিধি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান এবং আরও বলেন সবচেয়ে মারমা সম্প্রদায় অবহেলিত ও বৈষম্যের শিকার। মারমা জনগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।
আলোচনা শেষে নতুন কমিটির সদস্যরা হলেন মংনু মারমাকে সভাপতি ও মংশিহলা মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট, চাইঞা মারমা সভানেত্রী ও ম্যাশিনু মারমাকে সাধারণ সম্পাদক করে মহিলা ঐক্য সমিতি ১০১ এবং মারমা যুব ঐক্য পরিষদের থৈইঅং মারমাকে সভাপতি মংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা পরবর্তী ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Notifications