উত্তম চাকমা, মহালছড়ি উপজেলা প্রতিনিধি:মানব উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন কতৃক দুই জন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১৯ জানুয়ারি ( রবিবার) মহালছড়ি উপজেলাস্থ মাইসছড়ির ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত কংজরী মারমা মেয়ে পাইসাইন্দ্রা মারমা এবং মুবাছড়ি সিঙ্গিনালার ক্যান্সারে আক্রান্ত থোয়াইসাই মারমার সন্তান ত্রেসপাই মারমাকে মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল নগদ অর্থ প্রদান করেন।পরিবার দুটির আর্থিক অনুদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, মহালছড়ি সেনা জোন সর্বদাই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দুটি পরিবারকে যে আর্থিক উপকার করেছেন সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই মহালছড়ি জোনের প্রতি।
মানবিক সহায়তার বিষয়ে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এই মানবিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]