রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী তাসলিমা বেগম
উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কচুয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেন সাবেক উপজেলা চেয়াম্যান এসএম মাহফুজুর রহমানের স্ত্রী,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাড়িপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম। ১০ অক্টোবর সকাল ১১টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে তিনিই একমাত্র মনোনয়ন পত্র জমা দেন।কচুয়া উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। আগামী ২ নভেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আর এ নির্বাচনে আজ ১০ অক্টোবর ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। আজ পর্যন্ত একমাত্র প্রার্থী তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।উল্লেখ্য, বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার কচুয়া উপজেলায় পর পর ২বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর ররহমানের মৃত্যুর পর (ভারপ্রাপ্ত) কচুয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কচুয়া উপজেলা পরিষদের উপ- নির্বাচনে নাজমা সরোয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। পরে এই পদে নির্বাচন কমিশনার উপ নির্বাচনের তফশীল ঘোষনা করেন, সেই তফশীল মোতাবেক আজ ১০ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে তাসলিমা বেগম একাই মনোনয়ন পত্র জমা দেন।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.