আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
৩০ই ডিসেম্বর বিকেল ৩টায় মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা তার বাসায় সৌজন্য স্বাক্ষাতকালে মহেশখালীর নানান বিষয় নিয়ে সংবাদকর্মীদের সাথে খোলামেলা আলোচনা করেন তিনি ৷
মহেশখালীর ভবিষ্যত প্রজন্মের বেড়ে উঠা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান,
মহেশখালীকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। যুবকরাই আগামীর মহেশখালী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়াও কৃষি প্রধান এই মহেশখালী এখন শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহেশখালীর যুবক, শিক্ষার্থী সহ সকলকে কর্মমুখী শিক্ষার দিকে অগ্রসর হতে হবে, এবং সেই মতো তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
এছাড়া তিনি সংবাদকর্মীদের একতাবদ্ধ হয়ে অনিয়মের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সোচ্চার হয়ে জনস্বার্থে কাজ করতে আহবান জানান।
তাছাড়া তিনি নিজ এলাকা মহেশখালীতে স্থানীয়দের জন্যে চলমান বিভিন্ন প্রকল্পে অর্ন্তভুক্ত করতে প্রয়োজনে কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিকল্প পেশার সুযোগ সৃষ্টির উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের জন্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহেশখালী প্রেসক্লাবর আহবায়ক প্রবীন সাংবাদিক দৈনিক মেহেদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি স.ম. ইকবাল বাহার চৌধুরী, দৈনিক শিরোমণি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজারের প্রতিনিধি মোঃ এরফান হোছাইন ,আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি এস. এম. রুবেল, দৈনিক সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি আ.ন.ম. হাসান, দৈনিক মেহেদীর মোহাম্মদ নেছার, দৈনিক সাগরদেশ পত্রিকার আজিজ সিকদার, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সহসম্পাদক আরিফুল্লাহ নুরী, দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি আশরাফুল করিম সিকদার নোমানসহ প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]