ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ"মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার" এ প্রতিপাদ্য কে ধারণ করে সারাদেশের ন্যায় মহেশখালীতেও পালন করা হলো "৪র্থ জাতীয় ভোটার দিবস-২০২২"জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে মহেশখালী উপজেলা নির্বাচন অফিস।
অনুষ্ঠানের অংশ হিসেবে পুরো উপজেলা পরিষদ ভবন, নির্বাচন অফিসারের কার্যালয় সহ সরকারি দপ্তর সমূহ সাজানো হয়েছে আলোকসজ্জায়।০২ মার্চ (বুধবার) দিনব্যাপী আলোচনা সভা, প্রদর্শনী ও নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় ভোটার দিবস।
মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন অতিথিরা।
পরে উপজেলা প্রশাসনের টিটিসি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরিফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারা পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই (পিপিএম-সেবা)।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, কুতুবজুম ইউপি চেয়ারম্যান এড শেখ কামাল, হোয়ানক ইউপি চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী, কালারমার ছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এসএম আব্দুল খালেক চৌধুরী, ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও মেম্বারগণ।
সভায় সাংসদ আশেক বলেন, ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে একমাত্র আওয়ামীলীগ সরকার, সম্প্রতি ছোট মহেশখালীর ইউপি নিবার্চন প্রমাণ করে দেশের বর্তমান সরকারের অধীনে সুষ্টু নিবার্চন হয়েছে।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মহেশখালী যেহেতু রোহিঙ্গা প্রবণ এলাকা, তা-ই সবাই নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের ফাইল উপজেলা নির্বাচন অফিসে পাঠানো আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রত্যয়ন দিবেন। যাতে, কোনো রোহিঙ্গা শরণার্থী দালাল কিংবা অসাধু চক্রের কবলে টাকার বিনিময়ে ভোটার হতে না পারে।