ঝিনাইদহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আবুল কাশেম ওরফে মাইক্রো কাশেমের নামে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৮৮/২১) হয়েছে। গত ২৩ মার্চ ঝিনাইদহ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি করেছেন মৌসুমী খাতুন নামের এক নারী।মামলা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে বাদি বাড়ির পাশের বাঁশ বাগানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামী আবুল কাশেম তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বাদি চিৎকার করলে কিছু লোকজন এসে তাকে উদ্ধার করে। এই সময় বাদির স্বামী একটি মামলায় কারাগারে থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে তিনি তার আর্জিতে উল্লেখ করেছেন।আসামী আবুল কাশেম উপজেলা যোগীহুদা (দক্ষিণপাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। আবুল কাশেম এলাকায় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এছাড়া তিনি পুলিশের সোর্স হিসাবে কাজ করে। এর আগে বাদি ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আসামির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বাদি অভিযোগ করেন, আসামি আবুল কাশেম বিভিন্ন ভাবে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আবুল কাশেমের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ষড়যন্ত্র করে তাকে একটি মিথ্যা অপহরণ মামলা দিয়ে ফাসানো হয়। তিনি আরো জানান, সংবাদ সম্মেলন করার পর থেকে মাইক্রো কাশেম বাদী ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। তিনি মাইক্রো কাশেমের শাস্তি দাবি করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]