মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের মহেশপুর 58 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের শূন্যলাইনের মুন্ডুমালা গ্রামের বদরের ইটের ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে ১১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ০৬পুরুষ- ০৪ জন নারী- এবং ০১ জন শিশু রয়েছে। তারা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। আটককৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া থানার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে মোছাঃ পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচড় গ্রামের মোঃ বাবুলের স্ত্রী মোছাঃ রুমা (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর থানার জলন্তী গ্রামের মোঃ শরাফত আলী’র ছেলে মোঃ শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর থানার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরী’র ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি থানার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা থানার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মোঃ শুকুর আলী (৩০), মোঃ শুকুর আলী’র স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মোঃ জোনায়েদ হোসেন (০৫)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
২ views