শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের(রেজি. নং-কে,এল,এন-৭৭) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে ২টি পুর্ণাঙ্গ ও ২টি আংশিক মোট ৪টি প্যানেলে ৩৬ এবং সহ-সভাপতি পদে স্বতন্ত্র ১জন সহ মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ ভোটারা বলছে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শাহাদাত-জলিল প্যানেলের সাথে ফিরোজ-আলম প্যানেলের। বর্তমান সিবিএ’র কর্মকান্ডে সাধারণ শ্রমিকরা নেতৃত্বের পরিবর্তন আনতে চাইছে। আগামী ৩ ডিসেম্বর শুক্রবার মহেশ^রপাশা শহীদ জিয়া কলেজে ভোটগ্রহণ অনুষ্টিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।নগরীর মানিকতলা মহেশ^রাপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বৃহস্পতিবার তাদের কাংখিত প্রতিক পেয়ে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার কারছে। নির্বাচনে শাহাদাত- জলিল প্যানেল থেকে সভাপতি পদে মো. শাহাদাত মিনা(লাঙ্গল), সাধারণ সম্পাদক পদে আ. জলিল হাওলাদার(গরুর গাড়ী), সহ-সভাপতি দুটি পদে মো. ইউনুচ মিয়া(ইলিশ মাছ) ও আ. মালেক(মোমবাতী), সহ-সাধারন সম্পাদক দুটি পদে আলাউদ্দিন আলো(বই) ও মো. সেলিম কাজী(চাঁদ), সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক সরদার (খেজুরগাছ), কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম(ব্যাট), প্রচার সম্পাদক পদে মো. সোহরাব(হরিণ) দপ্তর সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম(জগ) এবং কার্যনির্বাহী সদস্য ৩টি পদে মো. সাদেক শেখ(ঘড়ি), আ. সালাম সরদার(মোরগ), মো. শাহআলম মাঝি(রিক্রা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফিরোজ- আলম প্যানেল থেকে সভাপতি পদে মো. মিজানুর রহমান ফিরোজ(হারিকেন) সাধারণ সম্পাদক পদে এস এম শাহ আলম(আনারস), সহ-সভাপতি দুটি পদে মো. আরিফ সরদার(তালাচাবী) ও মো. আনোয়ার শিয়ালী(মিনার), সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মো. ফরিদ শিকদার(ছাতা) ও মো. আবু জাফর(প্লেন), সাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান(বাইসাইকেল), কোষাধ্যক্ষ পদে মো. মান্নান শিয়ালী(বাস), প্রচার সম্পাদক পদে মো. আলমগীর কাজী(গামছা), দপ্তর সম্পাদক পদে মো. হেমায়েত সরদার(হাতি) এবং কার্যনির্বাহী সদস্য ৩টি পদে মো. মজিদ খা(মই), আলম শেখ(চিংড়ী মাছ) ও ফোরকান(চশমা)। অপরদিকে আংশিক পদে নির্বাচন করছে মামুন লিটন প্যানেল থেকে সভাপতি পদে মো. মামুন খান (চেয়ার), সাধারণ সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন লিটন(দোয়াত কলম), সহ-সভাপতি পদে মো. শুকুর সরদার(পাঞ্জা), সহ-সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন বাবু(ডাব), সাংগঠনিক সম্পাদক পদে জামাল সরদার(কলস), দপ্তর সম্পাদক পদে মো. আবুল কাশেম(গাভী), কার্যনির্বাহী সদস্য পদে মো. জামাল ফরাজী(পতাকা) ও মো. হারুন সরদার(কোদাল)। মোতালেক-হাসান প্যানেল থেকে সভাপতি পদে মোতালেব সরদার(টুপি) এবং সাধারণ সম্পাদক পদে হাসান সরদার(ট্রেন) নির্বাচন করছে। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র নির্বাচন করছে মো. খোকন মোল্যা(হাতুড়ী)।নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের সাবেক একজন সিবিএ নেতা বলেন সাধারণ সভায় আয়-ব্যায়ের হিসাব দেওয়া হয়নি, দেওয়া হয়নি শ্রমিকদের কল্যাণ ফান্ডের টাকার হিসাবে। বর্তমান সিবিএ’র মেয়াদে ২৬জন শ্রমিক মৃত্যুবরণ করেছে তাদের অধিকাংশের পরিবার মৃত্যুকালীন টাকা না পেয়ে বছরের পর বছর ঘুরছে বলে তিনি জানায়। বর্তমান সিবিএ’র মেয়াদে শ্রমিকদের কল্যাণ ফান্ডের জন্য টন প্রতি আগের ২টাকা থেকে বাড়িয়ে ৩টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু শ্রমিকদের কল্যাণে বাড়ানো হয়নি কোন সুযোগ সুবিধা। সাধারণ ভোটারা বলছে বর্তমান সিবিএ’র কর্মকান্ডে সাধারণ শ্রমিকরা নেতৃত্বের পরিবর্তন আনতে চাইছে। তারা বলছে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। জীবনের অধিকাংশ সময় যেখানে কাজ করে পার করছে শেষ সময়ে সেই কর্মস্থল থেকে কোন সুবিধা না পেয়ে শ্রমিক পরিবার আজ হতাশাগ্রস্থ। মেয়াদ পুর্ণ করা বর্তমান সিবিএ’র নেতৃবৃন্দের প্রতি অভিযোগ করে গত বছর মৃত্যুবরণ করা জয়নাল আবেদিনের পুত্র মো. রুবেল বলেন, তার পিতা দীর্ঘ ১৫/২০ বছর এই প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজ করেছে মৃত্যু পরবর্তি সময়ে একটি টাকাও তাদের পরিবারকে দেওয়া হয়নি। তিনি বলেন শুনেছি কল্যাণ ফান্ডের ২৩ হাজার টাকার মধ্যে ৩হাজার টাকা দাফন-কাফন এবং মিলাদের জন্য বাকী টাকা পরিবারের আর্থিক সহায়তার জন্য কিন্তু আমার পিতা মারা গেছে এক বছরের অধিক সময় হলো আজ পর্যন্ত আমরা কোন টাকা পাইনি। এমন অনেক অনিয়মের কথা তুলে ধরে সাধারণ শ্রমিকরা বলছে শ্রমিকরা সর্বদা নির্যাতিত নিপিড়িত তাদের পাশে কেহ থাকে না। নির্বাচন আসলে প্রার্র্থীরা বহু আশারবানী নিয়ে আমাদের কাছে ভোট চায় পরে নির্বাচিত হলে আমাদের কথা ভুলে নিজেদের স্বার্থটা নিয়ে ব্যস্ত থাকে তারা। আগামী ৩ ডিসেম্বরের নির্বাচনে শ্রমিক ও শ্রমিক পরিবার স্বার্থ বান্ধব নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে ভুল করবেনা মহেশ^রপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের ৫৯৫ জন ভোটার।পরিচালনা কমিটির সদস্য সচিব, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জানিয়েছে আগামী ৩ ডিসেম্বর শুক্রবার মহেশ^রপাশা শহীদ জিয়া কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ন ভাবে সম্পন্ন করতে সকল পদক্ষেপ গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]