আন্তর্জাতিক ডেস্ক : চলতে চলতে হঠাৎ করে রাস্তা ভুলে গিয়েছিলেন এক যুবক। মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় কয়েকদিন আটকে থাকার পর তার মৃত্যু হয়েছে। তবে যুবকের মৃত্যু হলেও তার সঙ্গী নিজেকে বাঁচাতে সক্ষম হয়, তার অবস্থাও আশঙ্কাজনক। রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃতের বয়স মাত্র ১৮। একসপ্তাহ আগে সে রাস্তা হারিয়ে ফেলেছিল এরপর ঠাণ্ডা এতটাই তীব্র হয়ে পড়ে যে, গাড়ির ভেতর থেকে বেরোতে পারেনি সে। অনুসন্ধান দল তার মৃতদেহ খুঁজে পায়। খবর আরটি ডট কমের
খবরে বলা হয়েছে, ২৮ নভেম্বর দুই যুবক টয়োটা চেজার গাড়িতে করে রাশিয়ার ইয়াকুটস্ক থেকে মাগাদানের দিকে যাত্রা শুরু করে। এই দুটি শহরের মাঝামাঝি রাস্তা, কলিমা হাইওয়েটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এমনকি একে ‘রোড অফ বোনস’ও বলা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যায়। উদ্ধারকারী দল দেখতে পায় যুবকের গাড়ির রেডিয়েটারটিও ভেঙে পড়ে রয়েছে। গাড়িটি একটি বন্ধ হাইওয়েতে আটকে ছিল। কীভাবে যুবক মূল সড়ক থেকে সেখানে পৌঁছেছিল তা জানা যায়নি। যুবকের গাড়িটি যেখানে পাওয়া যায় সেখান থেকে ১২০ কিমি দূরেই ছিল বস্তি। অন্যদিকে বেঁচে থাকা যুবকটিও শীতের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। উদ্ধারকারীদল তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]