প্রধান আলোচক হিসেবে ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ মাগুরা সদর থানা, মোহাম্মদ জাব্বারুল ইসলাম অফিসার ইনচার্জ শ্রীপুর থানা মাগুরা,
স্বেচ্ছাসেবক লীগের সাবেক মাগুরা জেলা আহ্বায়ক শেখ সালাউদ্দিন, মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মাগুরা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সাকিব হাসান তুহিন , মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সহ-সভাপতি আলী আশরাফ,দেশ টিভির মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন, এশিয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ ইমরুল,মুভি বাংলার স্টাফ রিপোর্টার্স কৌশিক আহমেদ, মাগুরা নিউজ টিভি সম্পাদক মারুফ রায়হান। মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম টকন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির মোহাম্মদপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুল, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দৈনিক শ্যামবাজার খুলনা বিভাগীয় ব্যুরো চিফ মোঃ সুজন মাহমুদসহ মাগুরা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। দৈনিক গনমুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,দৈনিক গনমুক্তি একটি বহুল প্রচারিত অনেক পুরনো সংবাদ মাধ্যম । পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে ভূমিকা পালন করে আসছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে ।সকলেই গণমুক্তির এই ৫০ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান শেষে কেক কেটে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।