এক বছর পর আবারও মাঠে ফিরছেন আলোচিত সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। আগামীকাল মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) ২২তম আসর।
এই আসরে নেমে ব্যাটে সমালোচনার জবাব দিতে চান নাসির। জানিয়েছেন তার ইচ্ছের কথা। হতে চান প্রথম শ্রেণির এই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির। সেখানে নাসির বলেছেন, আমি এবার ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ থেকে হাজার রান করতে পারি। এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। আমার চেষ্টা থাকবে এই টুর্ণামেন্টএ অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। এটাই আমার চেষ্টা থাকবে।
আগামী ২২ মার্চ থেকে থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। প্রথমশ্রেণির এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ৮ দল। দলগুলো হলো - খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ, ঢাকা মেট্টো। নাসির খেলবেন রংপুর বিভাগে ।
রোববার এক সংবাদ বিবৃতিতে এনসিএল’র প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী প্রথম রাউন্ডে প্রথম ও দ্বিতীয় স্তরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২-২৫ মার্চ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]