রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬
মাতারবাড়িতে র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক
ইশরাত মুহাম্মদ শাহ জাহান, মহেশখালী: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী সমুদ্র উপকূল থেকে মোঃ হানিফ নামের ২০ বছর বয়সী এক তরুণকে আটক করেছে র্যাব-৭।এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার বন্দুক উদ্ধার করার কথাও জানিয়েছে র্যাব।১৭ জুলাই (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহেশখালী থানাধীন মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে র্যাব।আটক মোঃ হানিফ মাতারবাড়ি উত্তর রাজঘাটের আলী আকবরের ছেলে।
র্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।র্যাবের দাবি, হানিফ উপকূলীয় এলাকার জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। হানিফের কাছ থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্র দিয়ে সে মাদকদ্রব্য কেনা-বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে এবং এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করত।নূরুল আবছার বলেন, মাতারবাড়ি ইউনিয়ন টি মহেশখালী-কুতুবদিয়ার উপকূলের কাছাকাছি, তাই এই উপকূলীয় অঞ্চলটিকে জলদস্যুরা তাদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করে। আমরা তাকে মহেশখালী থানায় হস্তান্তর করেছি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.