ব্যাট করার সময় ইনিংসের শেষ দিকে মাথায় বলের আঘাত পেয়েছিলেন সাইফুদ্দিন। এর পর কনকাশন বদলির সুযোগটা নেয় বাংলাদেশ দল। বদলি হিসেবে তাসকিন আহমেদকে পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম কনকাশন বদলি তাসকিন।
ঘটনার শুরু ইনিংসের ৪৭তম ওভারে। দুশমন্থ চামিরার করা ওভারের দ্বিতীয় বলটায় হুক করতে গিয়ে ব্যর্থ হন সাইফ। বলটা আঘাত হানে তার হেলমেটে। এরপর রান নিতে গিয়ে হয়ে যান আউট। তখনই হেলমেট খুলে ফেলেন আর মেডিক্যাল টিমের শরণাপন্ন হন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মাথায় বাড়ি লাগা তো ভালো ইস্যু নয়। মেজর না মাইনর এটি এখনো বলা যাচ্ছে না। এজন্য আমরা স্ক্যানের জন্য বাইরে নিয়েছি। রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে। যেহেতু মাথায় আঘাত লেগেছে, সেহেতু আমরা আর ঝুঁকি নিতে চাইনি। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
হেলমেটে আঘাত পাওয়া সাইফুদ্দিনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তখনই। বদলি হিসেবে কনকাশন সাব হিসেবে মাঠে এসেছেন তাসকিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে তার হাতে তুলে দেয়া হয়েছে বল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]