ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত ডাক্তার, কাউন্সেলর, ম্যানেজার এবং এই চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য স্টাফদের জন্য ‘মোটিভেশনাল ইন্টারভিউইং ফর চিল্ড্রেন উইথ সাবসটেন্স ইউজ ডিজঅর্ডার’ এর ওপর ১ থেকে ৩ জুন ২০২১ তিনদিনব্যাপী অনলাইনে এক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে ঢাকা আহ্ছানিয়া মিশন এই প্রশিক্ষণ শুরু করেছে।প্রশিক্ষণটি পরিচালনা করছেন দ্য কলোম্ব প্লানের গ্লোবাল মাস্টার ট্রেইনার, জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। গ্লোবাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং অ্যান্ড সার্টিফিকেশন (জিসিসিসি) প্রোগ্রামের শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন এই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও সেবার গুণগত মান বৃদ্ধি করে মাদকাসক্তির সাথে সম্পৃক্ত স্বাস্থ্যগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি কমিয়ে এনে এই সমস্যার সমাধানই এই প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।প্রসঙ্গত, ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন যাবত বাংলাদেশে নারী ও পুরুষ নির্ভরশীলদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য দ্য কলম্বো প্লানের বাংলাদেশে এপ্রুভড এডুকেশন প্রভাইডার হিসেবে এই দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]