জামালপুর প্রতিনিধি :জামালপুরের মাদারগঞ্জে আদারভিটা ইউনিয়নের কয়রা গ্রামে মৃত গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এলাকার কতিপয় দুষ্কৃতি কারীদের ষড়যন্ত্র স্বীকার হয়েছে দাবি এলাকাবাসীর।
সরজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, আদারভিটা সুনামধন্য মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী পরিবার। এলাকাবাসীর দাবি যে পরিবারটি প্রতি বছরে ঈদ মৌসুমে শত শত হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করে আসছে। সেই পরিবারে বংশধর মাহমুদুল হাসান মুক্তার চৌধুরী বিরুদ্ধে আনিত গরু চুরি অভিযোগটি প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
উল্লেখ্য থাকে যে, গত ১১ই জানুয়ারি শনিবার সকালে আদারভিটা ইউনিয়ন নারী দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অংশগ্রহণকারী নেতা কর্মীদের দুপুরের ভোড়িভোজের আয়োজন করেন মাহমুদুল হাসান মুক্তা। কতিপয় ষড়যন্ত্রকারীরা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বিরুদ্ধে গরু চুরি অভিযোগ এনে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী দাবি, মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী সম্মানহানী লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলা থেকে প্রত্যাহার দাবি এলাকাবাসীর।