রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
মো: সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ (১৬ মার্চ) বুধবার সন্ধ্যা ৮টায় শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শরিয়তপুরের ড্যামুডা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার (২৯)। তাদের বাড়ি পটুয়াখালীতে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সাথে নিয়ে রওয়ানা দেন মনিরুল। সন্ধ্যা ৮টার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিটতে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের উপর দিয়ে চালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী দুজনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।এদিকে নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রব হাওলাদার বলেন, চোখের সামনেই এ ঘটনা। মুহুর্তেই ট্রাকটি দুজনকে চাপা দিয়ে যায়। মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, ট্রাকচাপায় স্বামী-স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালককে ধরতে অভিযান চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.