রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মাদারীপুরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাই গ্রেফতার-৩
মো: সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নিজ দোকানের কর্মচারীর পরিকল্পনায় ছিনতাইয়ের হাত থেকে রক্ষ পেলো স্বর্ণালংকার ব্যবসায়ী। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীর তথ্যে পরিকল্পনাকারী নিজ দোকানের কর্মচারীকেও আটক করা হয়। পরে মামলা হলে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া দোকানের কর্মচারী কিশোর সরকার শিবচর উপজেলার দক্ষিন বহেরাতলা ইউনিয়নের নমোকান্দি গ্রামের বিকাশ সরকারের ছেলে। রাজিব সিকদার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের মজিবর সিকদারের ছেলে এবং রিফাত সিকদার একই বাড়ির ইমারত সিকদারের ছেলে।পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শিবচর পৌর বাজারের স্বর্ণ ব্যবসায়ী নির্মল পালের ছোট ভাই দীনেশ পাল চার ভরি স্বর্ণ হলমার্ক করানোর জন্য ভাড়ায় চালিত মটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। মটরসাইকেলটি ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের সূর্য্যনগর বাজার পার হওয়ার পর দুটি মটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। ওই দুটো মটরসাইকেলের লোকেরা তাদের পুলিশের লোক পরিচয় দিয়ে দীনেশের কাছে অবৈধ মাল আছে বলে দেহ তল্লাশী শুরু করে।এসময় তারা দীনেশকে মটরসাইকেলে তোলার চেষ্টা করে এবং চালককে বেদম মারধর করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের প্রতিরোধ করে। সুযোগ বুঝে দীনেশ সূর্য্যনগর বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ীদের ফোন করে। তারা ঘটনাস্থলে রওনা করে এবং কাছের দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা বুঝতে পারে যে, ছিনতাইকারীরা আইনের লোক নয়। বিষয়টি আঁচ করতে পেরে তাদের ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে রিফাত সিকদার (২০) ও রাজিব সিকদারকে (২৬) হাতে-নাতে আটক করে। তবে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।স্বর্ণ ব্যবসায়ী দীনেশ পাল বলেন, ‘আটক হওয়া দুই ছিনতাইকারীকে নিয়ে রাত ৮টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনের কাছে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত ও রাজিব স্বীকার করে ঘটনার তথ্যদাতা নির্মল পালের দোকানের কর্মচারী কিশোর সরকার (২০)।শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, নির্মলের ভাই দীনেশ দোকান থেকে রওনা দেয়ার পরই কর্মচারী কিশোর সরকার মোবাইলে রাজিব সিকদার ও তার ছোট ভাই রনি সিকদারকে জানায়। রনি তার চাচাতো ভাই রিফাত ও খালাতো ভাই জহরুল মুন্সীকে দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ রাতেই কিশোর সরকারকে আটক করে। কিশোর ৬ বছর ধরে এই দোকানে কর্মরত ছিল। আটক ৩ জনই প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইচেষ্টা আইনে মামলা হয়েছে। এঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.