মোঃ সোহেল শিকদার মাদারিপুর প্রতিনিধি: মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের ৮ জন।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল সর্দার ও আতাবুর সর্দার।
জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার দুপুর ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়। এ সময় সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।