রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬
মাদারীপুরে মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রী নিহত বাবা সহ আহত -২
মো: সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মাদারীপুরে বেপরোয়া মাইক্রোবাস চাপায় আয়েশা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ভ্যানচালক বাবা জাহাঙ্গীর মাতুব্বর ও ৪ বছরের ভাই রাফফানসহ ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভার পানিছত্র-চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়ি মহিষেরচর থেকে ছোইভাই রাফফান ও বাবা জাহাঙ্গীর মাতুব্বরের সাথে ভ্যানে পাশের জাগরণী ফাউন্ডেশন থেকে পরিচালিত স্কুলে যাচ্ছিল আয়েশা। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুর শহরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ভ্যানউল্টে আয়েশা, ভ্যানচালক বাবা জাহাঙ্গীর ও সাথে থাকা ৪ বছরের রাফফান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুসময় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়েশা। অবস্থার অবনতি হলে রাফফানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক।মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় হাসপাতালে ৩ জনকে নিয়ে আসার কিছু সময় পর মারা যায় আয়েশা। এছাড়া তার ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল প্রেরণ করা হয়েছে। তবে, বাবা শঙ্কামুক্ত।মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.