মো: সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২৭ মে ২০২২ইং তারিখ রাত ০৪.৪০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন খোয়াজপুর ইউপি ৮নং ওয়ার্ড পখিরা সাকিনস্থ আছমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মিটুয়ার রহমান(৩৮), পিতা-মোঃ আবুল কাশেম, মাতাঃ মোসাঃ আরজিনা বেগম, সাং-ধোপাদহ, ইউপিঃ কাশিনগর, থানা লোহাগড়া, ২। মোঃ শাজাহান শেখ(৩৫), পিতা-মৃত আলী হায়দার শেখ, মাতা-শাহিনুর বেগম, সাং-তেলিডাঙ্গা, বাগবাড়িয়া, ইউপিঃ মহাজন, থানা-কালিয়া, উভয় জেলা-নড়াইলদ্বয়‘কে বিপুল পরিমান গাঁজাসহ হাতে নাতে আটক করে।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর-মাদারীপুর-কালনা-নড়াইল রুট ব্যবহার করিয়া নড়াইল ও যশোর জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।