রাকিব হাসান, মাদারীপুর: রুখে দাও মাদক দূর্নীতির মহাপ্রসারতা, বন্ধ কর ধর্ষন হত্যার র্নিমম নিষ্ঠুরতা এই শ্লোগানকে সামনে রেখে
আজ (০৬-০২-২০২১) সন্ধ্যা ৬ঃটায় মাদারীপুর জেলা আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদ এর ২য় তম দ্বি বার্ষিক সম্মেলনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আর এই অনুষ্ঠানটি মাদারীপুর জেলা এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে মাসুদ রানার সভাপত্বিতে ও আজিজুল আরফান প্রিন্স এর সঞ্চলনায়ে।উদ্বোধন হিসেবে ছিলেন আনিসুর রহমান মিন্টু (সহ-সভাপতি বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠী, মাদারীপুর জেলা সংসদ, মাদারীপুর)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ খালিদ হোসেন ইয়াদ, মেয়র মাদারীপুর পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মনিরুল ইসলাম তুষার ভূইয়া, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাদারীপুর, ও সামসুল আলম নান্নু সদস্য জেলা পরিষদ, মাদারীপুর। এছাড়াও আরো উপস্থিত থেকে আলোচনা করেন, জেরিন ফেরদৌস ত্র্যান্থনী(সংগীত শিল্পী বাংলাদেশে টেলিভিশন ও ডেপুটি রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ব-বিদ্যালয়), জাহিদ হাসান অনিক সভাপতি মাদারীপুর জেলা ছাত্রলীগ,বায়েজিদ হাওলাদার সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা ছাত্রলীগ, হোময়ারা লতিফ পান্না আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমি মাদারীপুর,পারভীন জাহান সাবেক ভাইস চেয়ারম্যান, মাদারীপুর সদর উপজেলা পরিষদ, সোহেল খান,সভাপতি প্রথম আলো বন্ধু সভা মাদারীপুর, তপন সরকার সাধারণ সম্পাদক জাতীয় রবিন্দ্র সংগীত সম্বলিত পরিষদ মাদারীপুর, আলাউদ্দিন এলিন,সাধারণ সম্পাদক উদীচী মাদারীপুর, আসলাম হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, মাদারীপুর।এবং আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে যারা সদস্য হলেন তারা হলো, মাসুদ রানা (সভাপতি) (সাধারণ সম্পাদক) রফিকুল ইসলাম।এছাড়াও রয়েছে সভাপতিমন্ডীত সদস্য,আক্তারুজ্জামান, রনি মোল্লা, তাসলিমা হাই,আজিজুল আরফান প্রিন্স,সোহাগ হাসান, জুলহাস তালুকদার, জলিল কাজী। এবং সাধারণ সম্পাদক মন্ডলী সদস্য হলেন যারা,অলিল কাজী, অমিত হাসান, বাবু হাওলাদার, সুমি আক্তার, সোহাগ বেপারী, সুলতান মাহমুদ, মানিক, সুজন,নুরুল ইসলাম।
কার্যকরী সদস্য হলেন যারা, আমিনুর রহমান, ফরহাদ খান,জহিরুল ইসলাম।