রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের হাতে তুলে দিলেন ওসি
মোঃ আনিসুর রহমান মুক্তাগাছা ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছায় হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে তার শিক্ষকের হাতে তুলে দিলেন ওসি মোহাম্মদ দুলাল আকন্দ। আজ বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রটিকে তার শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ছাত্রটির নাম জুনায়েদ এবং তার পিতার নাম শহিদুল্লা ও মাতার নাম তহুরা। বাচ্চাটি রামভদ্রপুর হোসাইনিয়া কানিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। জানাগেছে, বাচ্চা আজ দুপুরে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সামনে কাঁদতে ছিল এমন সময় ইমামুল হাসান ইমন নামের এক পথচারী তাকে দেখতে পান। এরপর তিনি ঐ বাচ্চাটিকে মুক্তাগাছা থানায় নিয়ে আসেন। থানার ডিউটি অফিসার তাকে জিজ্ঞেস করলে বাচ্চাটি বলে সে রামভদ্রপুর হোসাইনিয়া কানিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ে। বিষয়টি মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দকে অবহিত করেন ডিউটি অফিসার। ওসি মোহাম্মদ দুলাল আকন্দ তাৎক্ষনিকভাবে অত্র মাদ্রাসায় যোগাযোগ করেন। অতঃপর অত্র মাদ্রাসা শিক্ষক থানায় এসে তাদের কাছে থাকা ছবি গুলো দেখিয়ে সত্যতা যাচাই পূর্বক বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেন ওসি মোহাম্মদ দুলাল আকন্দ। এছাড়াও সোমবার রাতে অচেতন অবস্থায় পড়ে থাকা ২ জন ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্হা করে বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্হা করে দেন ওসি মোহাম্মদ দুলাল আকন্দ। প্রতিনিয়ত এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে উপজেলাবাসীর মনে স্হান করে নিয়েছেন ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.