শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশের আদালত শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধের রায় দিয়েছেন। অথচ মাদ্রাসার শিক্ষার্থীরা এখনো শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার চেষ্টা করছি।
শনিবার (১৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুরা এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিষয়গুলো উঠে আসছে। এক্ষেত্রে শিক্ষকদের আরও সচেতন হতে হবে।
সংগঠনটির সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]