মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে রাজ রাজ্যেশ্বর মন্দির, দূর্গামন্দির, শশ্মান কালিমন্দির ও কালি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।শুক্রবার (১৯ মার্চ) রাতে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।মন্দির কমিটির সেক্রেটারি অমর ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় সকালে মন্দিরের পূজারী পূজা দেওয়ার জন্য যান সেখানে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা এবং ভেতরে থাকা পিতলের মূর্তি নেই। পরে বিষয়টি স্থানীয় সবাইকে অবগত করলে দেখেন চারটি মন্দিরে চুরি সংগঠিত হয়েছে।শুক্রবার রাত ১২টার পর পর্যন্ত ভক্তরা মন্দিরে কীর্তন আনন্দ করছিল। মন্দিরের তালা ভেঙে দুর্গা মন্দির থেকে ঘন্টা, রাজ রাজ্যেশ্বর মন্দির থেকে পিতলের মূর্তি, রাধা, কৃঞ্চ, গোপাল, গৌর, নিতাই, কষ্টি পাথর মূর্তি। শ্মশান কালিমন্দির থেকে বাদ্যযন্ত্র, দানবাক্র ভেঙে টাকাসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।তিনি আরো জানান, এটা একটা পরিকল্পিত ঘটনা। এ ব্যপারে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মন্দিরের মূর্তি ও মালামাল উদ্ধার, এবং আসামিদের ধরতে পুলিশ কার্যক্রম শুরু অব্যাহত রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]